ঐহিত্যগতভাবে জাপানে পালিত হয়ে আসছে ‘ন্যাকড ফেস্টিভাল বা উলঙ্গ উৎসব। তবে এ উৎসবে পরিবর্তন এনেছে জাপান। আগে এ উৎসবে কেবল পুরুষরা পুরুষরা অংশ নিতে পারলেও নারীদের বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। তবে এবার নারীদেরও এ উৎসবে অংশগ্রহণের সুযোগ দিয়ে নিয়মের সংস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বেশ আড়ম্বরভাবে জাপানে এ উৎসবটি পালিত হয়। শুনতে অবিশ্বাস্য হলেও বাস্তবে নামমাত্র পোশাক পরে মন্দিরের সামনে উপস্থিত হন পুরুষরা। তবে নারীদের আবেদনের প্রেক্ষিতে তাদেরও এ উৎসবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। যার মাধ্যমে নতুন ইতিহাসের সূচনা হয়েছে। এ ছাড়া দেশটির ১৬৫০ বছরের ইতিহাসও পরিবর্তন ঘটেছে।
জাপানে এ উৎসবটি ‘হাদাকা মাৎসুর’ নামেও পরিচিত। ফসল উৎপাদনস ও সমৃদ্ধির জন্য জাপানের ইনাজাওয়ার পুরুষরা এটি পালন করে থাকেন। নিয়মানুযায়ী কনকনে ঠান্ডার মধ্যে পুরুষরা ‘লয়েন’ পোশাক ও সাদা মোজা পরে সাইদাইজি মন্দিরের সামনে জড়ো হন। এরপর মন্দিরের চারপাশে কয়েক ঘণ্টা দৌড়াদৌড়ির পর হিমশীতল পানিতে গোসল করে মন্দিরের সামনে দাঁড়ান। যুগ যুগ ধরে বছরের দ্বিতীয় মাসের তৃতীয় শনিবার এ উৎসব পালিত হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com