প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৪, ১:৫৬ পি.এম
আরেক ধাপ এগিয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশন থিয়েটার চালু
সাঘাটা গাইবান্ধ প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর মাহমুদ হাসান রিপন এম.পি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ৩১শয্যা বিশিষ্ট হতে ৫০ শয্যায় উন্নীতকরণের পাশাপাশি আধুনিক অপারেশনের টেবিল, লাইট, এনেস্থাশিয়া মেশিন সহ সিজারিয়ান সেকশনের Equipment সরবরাহের ব্যবস্থা করায় প্রথম সফল একটি সুস্থ বাচ্চার জন্ম হয়।
ইতিহাস সৃষ্টি করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
প্রতিষ্ঠার পর আজ প্রথম একজন মায়ের সফল সিজারিয়ান সেকশন এর মাধ্যমে একটি সুস্থ বাচ্চার জন্ম হয়।
ইউএইচএফপিও ডাঃ আরিফুজ্জামান স্যারের তত্বাবধানে জুনিয়র কনসালটেন্ট ( গাইনী এবং অবস) ডাঃ রিসাত রুম্মানের নেতৃত্বে টিমে ছিলেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডাঃ জাহেদুল ইসলাম,জুনিয়র কনসালটেন্ট ( এনেস্থিসিয়া) ডাঃ রিফাত হাসান, মেডিকেল অফিসার D. Waresa Zaman Biva , আরএমও D. Md সানাউল্লাহ , মেডিকেল অফিসার ডাঃ শামীমা নাসরিন, D. মাহমুদুল হাসান মামুন, D. সানজিতা আক্তার সেতু সিনিয়র স্টাফ নার্স এবং ওয়ার্ড বয়।
অপারেশনের পর মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছেন। কর্তব্যরত চিকিৎসক সর্বদা তাদের ফলোআপ এ রাখছেন , নার্স,ওয়ার্ড বয় সবসময় তাদের তদারকি করছেন।
আজকের দিনটি অত্র উপজেলার মানুষের চিকিৎসা সেবায় অর্জনের একটি উল্লেখযোগ্য মাইলফলক। হাসপাতালে শৃঙ্খলা এবং ভদ্রতা বজায় রেখে সেবা নিন, সুস্থ থাকুন।সাঘাটা উপজেলা বাসী ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন মাননীয় এমপি মহোদয় ও ডাঃ আরিফুজ্জামান সহ সকল সম্মানিত ডাক্তার ও নার্স এবং স্টাফদের প্রতি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com