হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং রাজস্ব অফিস ও গনপাঠাগারের আয়োজনে উৎসাহ ও উদ্দীপনার অনুষ্ঠিত হয়েছে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। বুধবার (৭ফেব্রুয়ারি) দ্বিতীয় পর্বে সকাল ১০টায় অমর একুশে বিতর্ক প্রতিযোগিতায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রতনপুর তারকনাথ বিদ্যাপীঠকে হারিয়ে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। এ দুটি বিদ্যালয় দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে। কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের মাঠে সুসজ্জিত প্যান্ডেলে বাংলা মাধ্যমের সংসদীয় পদ্ধতিতে ছায়া সংসদে মাননীয় স্পিকার হিসাবে ছিলেন কালিগঞ্জ উপজেলার চৌকস সরকারি কমিশনার( ভূমি) ও কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের সভাপতি মোঃ আজাহার আলী। বিজ্ঞবিচারক মন্ডলী ছিলেন কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের (অবঃ) অধ্যাপক গাজী আজিজুর রহমান ও একই কলেজের রসায়ন বিভাগের (অবঃ) সহকারি অধ্যাপক শ্যামাপদ দাশ এবং কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছায়া সংসদের সরকার দলীয় প্রধানমন্ত্রী মাহা সাকি। তার দলের অন্য সদস্যরা হলেন সরকার দলীয় উপনেতা অত্র স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী মায়মুনা বিনতে জামান সওদা এবং সরকার দলীয় মন্ত্রী ৯ম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ সুরাইয়া। অন্যদিকে শ্রেষ্ঠ বক্তা হন ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিরোধী দলীয় নেতা কোহিলি মল্লিক, উপনেতা সাদিয়া আফরিন মৌ ও হুইপ জিএম মুজাহিদ ইবনে রফিক। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, ম্যানেজিং কমিটির সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহিম, সদস্য আশেক মেহেদী, সুকুমার দাশ বাচ্চু, এ সময় উপস্থিত ছিলেন বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খানম, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের সহকারি শিক্ষক সরোজিত কুমার শীল, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ শামিম উর রহমান ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুহিন হুদাসহ কালিগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, জাতীয় সাংবাদিক সংস্থা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণকারী চারটি বিদ্যালয়ের সকল বিতর্কিককে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিত্যানন্দ সরকারের নেতৃত্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com