মোঃ জাহিদ হাসান।।
পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার ডুবাইল এলাকার সোহরাব হোসেনের মাছের খামারে।
ভুক্তভোগী হলেন, উপজেলার নিশিন্দাহাটি এলাকার করম আলীর ছেলে সোহরাব হোসেন (৩৫)।
এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ডুবাইল এলাকায় সোহরাব হোসেন ১০ বিঘা জমি লিস নিয়ে পুকুরে মাছ চাষ করতেছে। অজ্ঞাত ব্যক্তি মোবাইল নং- ০১৯৮৭৪৯১০৭২ নম্বর থেকে ৫ ই ফেব্রুয়ারি দুপুরে ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে পুকুরের মাছ রক্ষা করতে পারবেনা। ৬ই ফেব্রুয়ারি সোহরাব হোসেনের পুকুরে রাতেই বিষাক্ত বিষের ট্যাবলেট প্রয়োগ করে। ৭ই ফেব্রুয়ারি সোহরাব হোসেন পুকুরে গিয়ে দেখে মাছ মরে ভেসে উঠছে। অজ্ঞাত নামা ব্যক্তি মোবাইল ফোনে ফোন করে বিষক্রিয়া করে মাছ মারার বিষয়টি স্বীকার করে, আশেপাশের অন্যান্য প্রত্যেক খামার থেকে ৫০ হাজার টাকা না দিলে বড় ধরনের ক্ষতি সাধন হবে বলে হুমকি দেয়।
ভুক্তভোগী সোহরাব হোসেন জানান, পঞ্চাশ হাজার টাকা চাঁদা না দেওয়ার কারনে আমার পুকুরে মাছ মরার বিষ দেওয়া হয়েছে।লুৎফর রহমান সাবেক মেম্বার জানান, আমাকে অজ্ঞাত ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে এবং আশেপাশের প্রত্যেক পুকুর থেকে ৫০ হাজার টাকা করে চাঁদা না দিলে পুকুরের মাছের বড় ধরনের ক্ষতি সাধন হবে বলে হুমকি দেয়। কালিয়াকৈর থানার অফিসার ইনচার । এ এফ এম নাসিম জানান ঘটনার কোন অভিযোগ আমি এখনো পাইনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com