ওয়াহিদ মুরাদ।।
খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী ৫০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পিঠা উৎসবের শুভ উদ্বোধন সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি খান নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাছুম বিল্লাহ । বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম।
জাতীয় পতাকা, বিদ্যালয়ের পতাকা এবং অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উৎসবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন প্রকার পিঠার পশরা সাজিয়ে বসে। বিপুল সংখ্যক জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে শীতকালীন এক মহা মিলনমেলায়।
অনুষ্ঠানে পিঠা উৎসবের পাশাপাশি চলে ক্রীড়া প্রতিযোগিতা এবং সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com