প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৪, ৭:১৮ পি.এম
ধুনটে দেড়শত আদিবাসী পরিবারকে মুরগি ও মুরগির ঘর বিতরণ।
মুঞ্জুরুল হক।।
মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির ঘর বগুড়া ধুনট উপজেলা আদিবাসী পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে উপজেলা আদিবাসী সম্প্রদায়ের ১৫০টি পরিবারের মাঝে মুরগি ও মুরগির ঘর প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ৪০, বগুড়া ০৫ (ধুনট শেরপুর) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মজিবর রহমান মজনু।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নূরুন্নবী তারিক,উপজেলা নির্বাহী অফিসার আশিক খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস,এম মাসুদ রানা,নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন রিপন, কালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুল হোসেন শিপন, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস প্রমৃখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com