মুসতাক তিশা কিন্তু আমাদের সৃষ্টি। আমি ব্যাপারটাকে একটু অন্য ভাবে দেখি। কাল ওদের একটা ইন্টারভিউ দেখ ছিলাম সেখানে মুসতাক তিশার বাবাকে নিয়ে গান গেয়ে অনুভূতি প্রকাশ করছিলো, মেয়েটাও কি সুন্দর চুপচাপ হাসা হাসি করছিলো। ওদিন মেয়েটার বাবার ইন্টারভিউ দেখলাম বেচারার বোবা কান্না শুনতে পাচ্ছিলাম, আর যে সাংবাদিক ইন্টারভিউ করছিলো তার চোখে মুখে বিজয়ের হাসি। যে জানে তার ইন্টারভিউ ভাইরাল। যেমন টা জানতো আমাদের জয় ভাই। একবার ভাবেন তো চ্যানেল আইয়ের মত একটা চ্যানেলে ভালোবাসা দিবসের অনুষ্ঠানে অতিথি মুসতাক-তিশা। জয় সাহেব বার বার মেয়ে টাকে স্পর্শ করে কথা বলছে, মুসতাক রেগে যাচ্ছে, আর ভিউ বাড়ছে, হায়রে চ্যানেল আই যাদের ট্যাগ লাইন হৃদয়ে বাংলাদেশ। আমি সিওর এই অনুষ্ঠানটা সাগর স্যার, বা শাইখ সিরাজ স্যার, বা ইবনে হাসান ভাই উনারা কেউ দেখননি। একটা বার ভাবেন তো মুসতাক- তিশা নিজেদের হুমায়ূন স্যার- শাওনের সাথে নিজেদের তুলনা করছে আর সেটা বড় বড় চ্যানেল গুলো আবার প্রচার করছে। কোন দিন কি হুমায়ূন স্যার শাওনকে বিয়ে করা নিয়ে গান গাইছেন, সস্তা সেলিব্রিটি হবার জন্য ইন্টারভিউ দিয়েছেন। আমি তিশা-মুসতাকের বিয়ে নিয়ে কোন কথাই বলছি না। ভালবাসা বিয়ে এগুলোর কোন বয়স হয় না। কিন্তু সমস্যা হলো সেটার উদ্দেশ্য যদি সমাজে শিক্ষা দেয়া হয় সেটা অন্যায়। তিশার কথা থেকে যা বুঝলাম ওর একটা সৌখিন জীবনের দরকার ছিলো সেটা তার পরিবার দিতে পারে নাই তাই সে মুসতাককে বেছে নিয়েছে। আর মুসতাকের দরকার ছিলো যৌনতা ও পাবলিক পরিচিত সেটার জন্য সে তিশাকে বিয়ে করেছে, এখানে দুজনের মধ্যে কোথাও আমি ভালোবাসা খুজে পাইনি। কাল মুসতাক তার ইন্টারভিউ বলো, সে এখন সেলিব্রিটি। একবার ভাবুন তো ব্যাপারটা। কাল যদি আপনার বাবা মা বোন মেয়ে ভাই ছেলে বা কোন পরিচিত কেউ সেলিব্রিটি বা টাকার আশার ভালোবাসার দোহায় দিয়ে মুসতাক- তিশার মত সম্পর্কে লিপ্ত হয় আপনার কেমন লাগবে। যখন লিখছি তখন আমার চোখে তিশার গানটা ভাসছে- ও মুসতাক ( টাকা) তুমি উইড়া উইড়া আসো, আর মুসতাক গাইছে- ও শশুর আব্বা ( তোমার চাইতে বেশি বয়সে তোর মেয়েকে খেয়ে দিয়েছি- যৌনতা) আপনি আমার বাড়ি আসেন.... সবই ভিউ আর ভিউ..
সূত্রঃ অনন্য মামুন এর ফেসবুক থেকে.....
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com