১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালি বুকের রক্ত ঢেলে দেশকে স্বাধীন করে প্রমাণ করেছে যে, তারা বীরের জাতি। সে অকুতোভয় বীরযোদ্ধাদের মধ্যে যাঁরা সর্বোচ্চ বীরত্ব দেখিয়েছেন, তাঁরা সাতজন আমাদের বীরশ্রেষ্ঠ। তাঁদের বীরত্বগাথা যুগে যুগে আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আসছে। নতুন প্রজন্মকে সেই সাতজন বীরশ্রেষ্ঠের বীরত্বগাথা ছড়ার মাধ্যমে জানানোর প্রয়াসে ছড়াকার রোমেন রায়হানের এ বই ‘সাতটি তারার ঝিকিমিকি’। প্রতিজন বীরশ্রেষ্ঠকে নিয়ে লেখা আলাদা আলাদা ছড়ায় তাঁদের মহান আত্মত্যাগের ক্ষণটি ফুটে উঠেছে। শিশু-কিশোরদের জন্য লেখা হলেও সব বয়সি পাঠক আনন্দ নিয়ে এই বইটি পড়তে পারবেন।
২৫% ছাড়ে রোমেন রায়হানের 'সাতটি তারার ঝিকিমিকি' Jolpore.com
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com