মান্না, কাজী মারুফ গড়ার কারিগর তিনি। চলচ্চিত্রের প্রতিবাদী একজন নির্মাতা। যার চলচ্চিত্রে উঠে আসে সাধারণ মানুষের দুঃখ কষ্টে লালিত জীবন যাপন, বিভিন্নভাবে যারা লাঞ্ছিত। তার নির্মাণ কৌশলীতে তুলে আনেন রাজনৈতিক প্রটোকল, জনগণের অধিকার বঞ্চিত বিষয়ক দিকগুলো। কাজী হায়াৎ নির্মিত দাঙ্গা, ত্রাশ, ইতিহাস যেন এক একটি ইতিহাস। এছাড়া নির্মাণ করেছেন সাইকোপ্যাথ জনরার অন্য মানুষ, উপন্যাসিক জনরার কাবুলিওয়ালা।
দাঙ্গা চলচ্চিত্রের জন্য আফ্রো-এশিয়ো সরিডরি কমিটি এ্যাওয়ার্ড কর্তৃক প্রদেয় শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ তিনি ৭০+ পুরস্কার অর্জনকারী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com