"সেবার ব্রতে চাকরি'' এই শ্লোগানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জানুয়ারী-২০২৪ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলায় নিয়োগ সংক্রান্ত তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন:
অদ্য ১৮ই ফেব্রুয়ারী ২০২৪ খ্রিষ্টাব্দ রোজ রবিবার সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত তৃতীয় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর প্রথম ইভেন্ট ১৬০০ মিটার(পুরুষ) / ১০০০ মিটার(নারী) দৌড়, দ্বিতীয় ইভেন্ট ড্রাগিং এবং তৃতীয় ইভেন্ট রোপ ক্লাইম্বিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয় উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব নুর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর ও জনাব মীর আবিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সার্কেল), ঝিনাইদহ; পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত জনাব শফিকুল ইসলাম, পুলিশ সুপার, এমআরটি পুলিশ, ঢাকা ও জনাব মোহাম্মদ রেজা সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা উপস্থিত ছিলেন। নিয়োগ বোর্ডে সহযোগিতা করেন জনাব ডা: মোঃ সুমন হোসেন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা, ও জনাব ডাঃ ফাতেমা ফারহানা,মেডিকেল অফিসার,বহেরা উপ-স্বাস্থ্যকেন্দ্র,দেবহাটা ,সাতক্ষীরা।
প্রার্থীদের তৃতীয় দিনের সকল ইভেন্টের কার্যক্রম শেষে পুলিশ সুপার,সাতক্ষীরা মহোদয় তৃতীয় দিনে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং নিয়োগ সংক্রান্ত কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে বলে আবারো অঙ্গিকার ব্যক্ত করেন। সেই সাথে কেউ যেন প্রতারণার ফাঁদে পা দিয়ে আর্থিক লেনদেন না করে সে বিষয়ে সতর্ক করেন। তিনি আরো বলেন, কোনরকম আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে এই চাকরি পাওয়ার কোন সুযোগ নেই, চাকরি হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে।
পরিশেষে আগামী ০৬/০৩/২০২৪খ্রিঃ লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময় উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com