পীরগঞ্জ(রংপুর)সংবাদদাতাঃ গতকাল বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলার চতরা হাটের অনন্তপুরের বন্যা আশ্রয়ন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। ফায়ার স্টেশনে খবর দিলে পীরগঞ্জ ফায়ার স্টেশন অফিসার সায়েদ এমরানের নেতৃত্বে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ছুটে আসেন। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। স্টেশন অফিসার সায়েদ এমরান জানান আমরা আগুন লাগার খবর পেয়ে রাত ২.২০ মিনিটে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে ছুটে আসি। এলাকাবাসী জানায় অনন্তরামপুর গ্রামের বাদশা মিয়ার পুত্র মিঠু মিয়া, রাজ্জাক মিয়ার পুত্র কবিরুল ও তমিজ উদ্দিনের পুত্র মোফাজুল ইসলাম দীর্ঘ দিন ধরে আশ্রায়ন কেন্দ্রে ধান,গুড়া ও খড় রেখে দিত। কেবা কাহারা রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয়। এতে আশ্রায়ন কেন্দ্রের অনেক ক্ষতি সাধিত হয়। তিনি আরো জানান, আশ্রয় কেন্দ্রের ভিতরে থাকা ধান,খড়,গুড়ার কারনে আগুন নিয়ন্ত্রনে আনতে বেশ বেগপেতে হয়েছে, ফায়ার সার্ভিস সদস্যদের।
পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় পীরগঞ্জেও গত ১১ জুলাই উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে এক বর্ণাঢ্যা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “২৫ ণবধৎং ঙভ ঞযব ওঈচউ : অপপবষবৎধঃরহম ঞযব চৎড়সরংব” ( জনসংখ্যায় ও উন্নায়ের আন্তজাতিক ২৫ বছর, প্রতিশ্র“তির দ্রুত বাস্তবায়ন)।
বিশ্ব জনসংখ্যা দিবস এর আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিন এর সভাপত্বিতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন, উপজেলা পরিবার পরিকল্পনার অফিসার মকবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কম্পেক্স ইউ এইচ এ রুহুল আমিন বুলেট, বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহম্মেদ সোনা চতরা উইনিয়নের স্বাস্থ্য কর্মী মাকছুদা বেগম প্রমূখ । উক্ত আলোচনা সভায় ১৫টি উইনিয়নের স্বাস্থ্য কর্মী সহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্ল্যেখো আলোচনা সভায় পর্বে সকাল ১০ ঘটিকার সময় একটি র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com