গতকাল ০৩ মার্চ, রবিবার ২০২৪ সন্ধ্যা ৭.৩০টায় শ্যামলী প্রিন্স কিচেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো উদ্যান টেলিভিশন এবং কাব্যের মৌসুমের যৌথ আয়োজন "এক সন্ধ্যার আড্ডা"। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কবি, প্রাবন্ধিক মুহম্মদ আবদুল বাতেন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী, উপস্থাপিকা অল ইন্ডিয়া রেডিও, আকাশবাণী কোলকাতার দেবনিষ্ঠা জানা। অনুষ্ঠানের শুরুতে প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ সকল অতিথিদের সাথে পরিচয় পর্ব উপস্থাপন করেন উদ্যান লিটল ম্যাগাজিনের সম্পাদক ও উদ্যান টেলিভিশন এর চেয়ারম্যান কবি তৌফিক জহুর।
আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমানকে কাব্যের মৌসুমের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে বরন করিয়ে নেন অনুষ্ঠানের প্রধান মেহমান মুহম্মদ আবদুল বাতেন, জাকিয়া শিশির ও কাব্যের মৌসুমের প্রতিষ্ঠাতা ও আবৃত্তিশিল্পী মৌসুমী হক।
বিশেষ মেহমান উদ্যান টেলিভিশন এর কোলকাতা প্রধান, আবৃত্তিশিল্পী, উপস্থাপিকা অল ইন্ডিয়া রেডিও, আকাশবাণী কোলকাতার দেবনিষ্ঠা জানাকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান মেহমান মুহম্মদ আবদুল বাতেন, উদ্যান লিটল ম্যাগাজিনের সহকারী সম্পাদক মাহবুব সেতু এবং মানুষের কল্যাণে প্রতিদিন এর চেয়ারম্যান, উদ্যান লিটল ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক, উদ্যান টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হাসানূর রহমান সুমন।
অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেন যথাক্রমে মানুষের কল্যাণে প্রতিদিন এর সম্পাদক কবির নেওয়াজ রাজ, কৌশিক রায় (কোলকাতা), লাবনী মন্ডল, আইরিন সুলতানা, উম্মে হাবীবা মায়া, সুরমা তনু, মাহবুবুল ইসলাম, সানজিদা রহমান সূচি, সৈয়দ মুন্না ও বেলাল হোসেন।
আজকের অনুষ্ঠানের আয়োজক: উদ্যান টেলিভিশন ও কাব্যের মৌসুম। মিডিয়া পার্টনার: মানুষের কল্যাণে প্রতিদিন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com