কবিতায় সৃষ্টিকর্তার বন্দনা নতুন কিছু নয়। প্রাক কালিকলম যুগে যেমন এই বিষয়টা তখনকার কবিগণ মুখে মুখে উচ্চারণ করে স্মৃতিতে ধরে রেখে চর্চা করতেন। তৎপরবর্তী কালের কবিগণ অন্ত্যমিলে পয়ার ছন্দে বিভিন্ন আঙ্গিকে স্রষ্টার বন্দনা অর্থাৎ প্রশংসা বয়ান করতেন। আধুনিক বাংলা কবিতায় বিষয়টা অত জোরালোভাবে আসে নি কবিদের নির্লিপ্ততার কারণে। এক্ষেত্রে কবিদের বিশ্বাস-অবিশ্বাসের ব্যাপারগুলো এসে যায়। যার বিশ্বাসের ভিত যত মজবুত তার লেখায় এই বিষয়টা তত মজবুত ভিত্তি পায়। আর অবিশ্বাসীরা যত প্রতিভাধর হয় তার অবিশ্বাসকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিভাকে ধারালো ক্ষুরের মতো ব্যবহার করতে চায়। কিন্তু একসময় চিরন্তন সত্যের কাছে তারা মুখ থুবড়ে পড়ে। সেই ক্ষেত্রে বিশ্বাসীমাত্রই বিজয়ের স্বাদ নিয়ে পরিতৃপ্তি লাভ করে। আধুনিক বাংলা কবিতায় এরকম একটি ধারার প্রবর্তক বলা যায় কবি আরিফ মঈনুদ্দীনকে। সত্য-সুন্দর-ন্যায়-নিয়ম যেমন সৃষ্টিকর্তার চাওয়া ঠিক তার বিপরীত ধারায় অসত্য-অসুন্দর-অন্যায়-অনিয়ম শয়তানের চাওয়া। এই দুই বিষয়ের ওপরই আমাদের ব্যক্তি-সমাজ এবং প্রতিষ্ঠানের উন্নতি-অবনতি নির্ভর করে। আপাতদৃষ্টিতে অনেকে বলে থাকবেন শয়তানের অনুসারীরাই তো জ্ঞানে-বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু সত্যিকার উন্নতি বা সাফল্য নয়। এটা ক্ষণস্থায়ী এবং ভঙ্গুরও বটে। এর ভেতরে যা কিছুকে স্থায়ী মনে হয় সেগুলোকে সাফল্য বলা যাবে না। সত্যের ওপর যা-কিছু প্রতিষ্ঠিত তা-ই সাফল্যের দাবি রাখে। এ নিয়ে বিস্তারিত আলাপ এখন উদ্দেশ্য নয়। বক্ষ্যমাণ লেখায় যে বিষয়ের দিকে আলোকপাত করা উচিত তা হলো আরিফ মঈনুদ্দীনের কবিতাগ্রন্থ 'দ্য গ্রেট'। তিনি 'দ্য গ্রেট' নামে এই কাব্যগ্রন্থের পরতে পরতে অর্থাৎ পঙ্ক্তিতে পঙ্ক্তিতে সত্য-সুন্দর-ন্যায়-নিয়মের যে বিষয়কে উপস্থাপন করেছেন তা সত্যিই নান্দনিক। আধুনিক বাংলা কবিতায় স্রষ্টার আরাধ্য এবং সৃষ্টিজীবের কর্তব্যকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন কবি আরিফ মঈনুদ্দীন। তার কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় যে ন্যায়-নিষ্ঠতার কথা বলা হয়েছে তা এককথায় হৃদয় ছুঁয়ে যায়। সমাজে যারা খারাপ কাজে জড়িত তারাও বোঝে কোনটা খারাপ আর কোনটা ভালো। আরিফ মঈনুদ্দীনের 'দ্য গ্রেট' কাব্যগ্রন্থ পাঠ করলে তাদেরও চেতনায় নাড়া দিয়ে উঠবে। সত্য এবং সুন্দরের বন্দনায় আধুনিক বাংলা কবিতায় মহান স্রষ্টার প্রতি বিশ্বাসের যে আবেগ প্রতিটি কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে তা স্রষ্টায় বিশ্বাসী প্রতিটি মানুষকে নাড়া দেবে নিঃসন্দেহে। মুক্তছন্দে লেখা কবিতাগুলোয় আমাদের প্রত্যেকের ভালো মানুষ হিসেবে সমাজে বাস করার জন্য যে গুণাবলির প্রয়োজন তার একটি চমৎকার ভাষ্য কবি ফুটিয়ে তুলেছেন। এক কথায় বলা যায়, আধুনিক বাংলা কবিতায় মহান স্রষ্টার প্রশংসায় আরিফ মঈনুদ্দীন কোনোই কার্পণ্য করেননি। আমরা যারা মহান স্রষ্টার প্রতি একাগ্র-একনিষ্ঠ থাকার দৃঢ়প্রত্যয় নিয়ে জীবন নির্বাহ করছি এবং ধীরে ধীরে মৃতু্যর দিকে এগিয়ে যাচ্ছি, তাদের চেতনাকে শানিত করা জন্য আরিফ মঈনুদ্দীনের কবিতাগুলো 'শান পাথরে'র মতো কাজ করবে।
অর্ডার করতে ইনবক্স করুন Jolpore.com
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com