সীতাকুণ্ড প্রতিনিধি:অনুমোদনহীন ভাবে সিলিন্ডার গ্যাস বিক্রি ও ফায়ার সার্ভিসের সনদ না থাকায় সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ মামলায় ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৬ মার্চ বুধবার বিকালে সীতাকুণ্ড পৌরসদরের কলেজ রোড এলাকায় অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন।
অভিযানে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল,ফায়ার ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম সহ সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সদস্য।
জানা গেছে, পৌর সদর বাজার এলাকায় অনুমোদনহীন ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি ও সংরক্ষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় বিভিন্ন অপরাধে ৭ টি মামলায় ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ফায়ার সার্ভিসের সনদ না থাকায় ও অনুমোদনহীন ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মেসার্স জেএ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় সেফটি সামগ্রী না থাকায় ও ফুটপাতে খাবার বিক্রি করায় মায়াবী রেস্তুরাকে ৮ হাজার টাকা, ফ্রিজে অপরিষ্কার অবস্থায় খাবার সামগ্রী রাখা ও প্রয়োজনীয় ফায়ার সেফটি না থাকায় ভাই ভাই হোটেলকে ৮ হাজার টাকা,কলেজ রোড এলাকায় অবৈধভাবে পার্কিংয়ের দায়ে সিএনজি চালককে ৫০০ টাকা,খাবার হোটেলে সেফটিহীন অবস্থায় গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও অপরিষ্কার অবস্থায় খাবার পরিবেশনের দায়ে সাগর হোটেলকে ১০ হাজার টাকা, বয়লার মুরগির দোকানে অনুমোদনহীন ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে বেলাল স্টোরকে ৮ হাজার টাকা, ইলেকট্রনিক দোকানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে মেসার্স জাফর স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন বলেন, অভিযানে বিভিন্ন অপরাধে ৭ মামলায় ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com