প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৫:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৪, ৭:৫৮ এ.এম
ভৈরবে ৮০ জন তথ্য প্রযুক্তি প্রশিক্ষাণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরন ও আলোচনাসভা অনুষ্ঠিত
মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ।।
ভৈরবে ৮০ জন তথ্য প্রযুক্তি প্রশিক্ষাণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির আওতায় ৬ মাস মেয়াদী ফ্রি ল্যান্সার প্রশিক্ষণার্থীদের প্রত্যেকের মাঝে বিনামূল্যে ১টি করে ল্যাপটপ বিতরন করা হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গ-বন্ধু হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে ল্যাপটপ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ইফতেখার হোসেন বেণু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম , প্রকল্পের সহকারি ব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রমূখ ।
এ সময় বক্তারা বলেন, হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে । নারীরা যেন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নিজেরাও স্মার্ট হয়ে গড়ে উঠে এবং ঘরে বসে প্রয়ুক্তির সহায়তায় আয় করতে পারে । বর্তমানে পোশাক শিল্পের পর পরউ ফ্রি ল্যান্সাররা বৈদেশিক মুদ্রা আয়ে অবদান রাখছে । আলোচনাসভা শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদেও মাঝে ল্যাপটপ বিতরন করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com