প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৪, ৫:৫১ পি.এম
পিরোজপুর জেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে বাস অটো সংঘর্ষে নিহত ৭ জন
পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের পিরোজপুর-চরখালী সড়কের ঝাউতলায় এলাকায় বাসের সঙ্গে -ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের ধাক্কায় সাত যাত্রী নিহত। এঘটনায় গুরুতর আহত আরো ৪ জন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান। তিনি জানান, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি ব্রেকফেল করে একটি ব্যাটারিচালিত অটো ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থল থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করি। এছাড়া আরো কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানের চারজন মারা গেছেন বলে জানা গেছে।'
নিহতদের মধ্যে এখন পর্যন্ত স্বপন, নাইম, হেমায়েত, খাইরুলের নাম জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের অভ্যন্তরীণ রুটের বাস, ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার উদ্দেশ্যে ছেড়ে ঝাইতলায় এসে দুর্ঘটনার কবলে পড়ে।
পিরোজপুর সদর থানার ওসি আশিকুজ্জামান জানান, 'দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে। পারে ধারণা করা হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com