প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৪, ৬:০৪ পি.এম
বন্ধ থাকার ৯ বছর পর রোম টু ঢাকা চলবে বিমান
দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই রুটে বিমান আবার চালু হচ্ছে উল্লেখ করেন তিনি।ডিস্টালের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের ম্যানেজার কমার্শিয়াল প্রিচিং, রেজাউল হক, এজেন্সি ইন্টারলাইন ম্যানেজার শফিউদ্দিন আহমেদ, ডিস্টালের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ভেনিজুয়েয়ান, সিইও ফ্রান্সিসকো স্গামবেল্লুরি এবং সিএসবি ট্রাভেলস এর কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ বাবু, বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি আফজাল হোসেন রোমান সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আগামী ২৬ শে মার্চ দিবাগত রাত সাড়ে তিনটায় বাংলাদেশ থেকে রোমের উদ্দেশ্যে বিমান ছেড়ে আসবে এবং ইতালির রাজধানী রোমে এসে পৌঁছাবে সকাল সাড়ে আটটায়। বাংলাদেশ বিমান ২৭ মার্চ সকাল দশটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইতালিতে ২ লক্ষাধিক বাংলাদেশীদের বসবাস রয়েছে।পুনরায় বিমান চালু হওয়াতে প্রবাসি বাংলাদেশিদের মাঝে যেমন আনন্দ দেখা গেছে ,তেমনি বিমানের সিডিউল নিয়ে দেখা গেছে বিপরিত চিত্র , অনেকে বলছে ইতালীর রাজধানী রোম , রোমের বাহিরেও অনেক সিটিতে বাংলাদেশিরা বসবাস করেন তারা বলেন এমনও সিটি আছে যেখান থেকে রোমে পৌছাতে ছয় থেকে সাত , আট ঘন্টাও লেগে যায় তারা কিভাবে সকাল দশটায় বিমানে ফ্লাই করবে তাদের একটাই দাবি রোম থেকে বিমানের টাইম পরিবর্তন করে সকালের পরিবর্তে বিকালে করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com