নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: "দুর্যোগ প্রস্তিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো" এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১০ মার্চ) বেলা ১১ টায় একটি র্যালি বের হয়। র্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড বঙ্গবন্ধু চত্ত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের নেতৃত্বে অগ্নিকাণ্ড মহড়া প্রদর্শন করা হয়।
পরে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্যের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমগীর হোসাইন আজম, নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মোঃ তানভীর হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মোঃ ফজলুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাজেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, শফিউল আলম ছবি, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ ফজলুর রহমান, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com