হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে ইটভাটা মালিকদের কারনেই জনদুর্ভোগ চরমে, দেখবে কে? ব্যাক্তি স্বার্থ হাছিলে বৃহৎ জনগোষ্টির বিপাকে ফেলছে ইটভাটার ট্রাক, ড্যাম্পার ও ট্রোলী। উপজেলা বিভিন্ন কার্পেটিং সড়ক দিয়ে মাটি আনা নেওয়ার সময় মাটি পড়ে কার্পেটি সড়কগুলো যেনো মাটির রাস্তার দৃশ্যে পরিনত হয়েছে। একটু বৃষ্টি হলেই সড়কগুলোর যাত্রী সাধারন চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে। সোমবার (১৪ জুলাই) বিকাল ৫ টায় এমন একটি দৃশ্য ক্যামেরাবন্দী করা হয় কালিগঞ্জ কুশুলিয়া ভায়া ঝাপালী সড়কের ঠেকরা গোবিন্দপুর নামক স্থানে। ঠেকরা বিলে জনৈক ব্যাক্তি হাওয়ার ভাটায় মাটি আনাওনের ফলে এ কান্ডের সৃষ্টি করেছেন বলে ভুক্তভোগীরা জানান। গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে থেকে ভদ্রখালী হাজীমোড় পর্যান্ত সড়কটি এখন মরনফাঁদে পরিনত হয়েছে সড়কে কাঁদামাটি র জন্যে। অনেক মটর সাইকেল ও ইজিবাইক স্লীপে পড়ে আহত হওয়ার পাশাপাশি জামাপ্যান্ট নষ্ট করে ফেলেছেন। কে দেখবে এ অবস্থা? প্রতিকার প্রয়োজন অল্প সময়ে তাহলে অতি ব্যস্ততম সড়কের যাত্রী সাধারনের মাঝে স্বস্তি ফিরে আসবে। ভুক্তভোগী জনতা সাতক্ষীরা জেলা প্রশাসক সহ আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com