প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৪, ১২:১৮ পি.এম
বেনাপোলে তৃতীয় লিঙ্গ এক নারীকে কুপিয়ে হত্যা অতঃপর ১জন আটক
আঃ জলিল।।
যশোরের বেনাপোলে এক সপ্তাহ আগে নিখোঁজ রেশমা নামে তৃতীয় লিঙ্গ এক নারীর কুপিয়ে হত্যা করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ফারুক হোসেন নামে একজনকে আটক হয়েছে। ফারুক ছাড়াও ৫-৬ জন এই হত্যাকান্ডের সাথে জড়িত বলে জানা যাচ্ছে। রেশমা বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের জাকির হোসেনের মেয়ে।
ইং ১১/৩/২৪সোমবার বিকালে বেনাপোল পৌরসভার কাগজপুকুর কবরস্থান থেকে পোর্টথানা পুলিশ রেশমার মরদেহ উদ্ধার করে। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত ও যশোর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে এ হত্যা কান্ড নিয়ে সাংবাদিকদের ক্যামেরায় কোন মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। ফলে হত্যার রহস্য জানা সম্ভব হয়নি।
বেনাপোল পৌরসভার কাউন্সিলর শাহিন আহম্মেদ জানান, রেশমার স্বামীর সাথে সম্পর্কের অবনতির পর সে একা কাগজপুকুর গ্রামে বসবাস করতো। ক’দিন ধরে তার নিখোঁজের গুঞ্জন ওঠে। সোমবার বিকালে কাগজপুকুর কবরন্থানের একটি গর্ত থেকে দূর্গন্ধ ছড়ায়। এসময় গ্রামবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গর্ত খুড়ে দেখতে পায় মরদেহটি রেশমার। এঘটনায় পুলিশ একজনকে আটক করে।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com