হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষের নেতৃত্বে সাতক্ষীরার এক ঝাঁক তরুন ডেঙ্গু প্রতিরোধ যোদ্ধা সাতক্ষীরায় বছরব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রমের সূচনা করে। সারাদিনব্যাপী কর্মসূচি খুলনা রোডস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে শুরু হয়। এরপর ম্যুরালের সীমানার বাহিরে অপরিচ্ছন্ন খাল, টাউন বাজার, স্টেডিয়ামের, গার্লস স্কুল সংলগ্ন খালের পাড় ও মহল্লার অপরিচ্ছন্ন কিছু নর্দমা পরিষ্কার করা হয় এবং জন সচেতনতামূলক প্রচারনা চালানো হয়। এসময় সাথে ছিলেন সম্প্রীতি বাংলাদেশ সাতক্ষীরা পৌর শাখার সদস্য সচিব ব্যবসায়ী সুমন সাহা, সম্প্রীতি বাংলাদেশ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য সচিব স্বাস্থ্যকর্মী রনজিত ঘোষ, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা জেলার সভাপতি সাংবাদিক কর্ণ বিশ্বাস কেডি, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ধীমান সরকার, শিক্ষক সুমন সাহা, ফুল ব্যবসায়ী সুশীল দাস, স্বাস্থ্যকর্মী দীপংকর সরকার প্রমুখ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন দেশ, মানচিত্র আর লাল-সবুজের পতাকা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী ও বীর মুক্তিযোদ্ধা গর্বিত সন্তান হিসেবে জাতির পিতার জন্মদিনে তাঁকে সম্মান দেখাতেই আমার সমমনা সহযোদ্ধাদের সাথে নিয়েই আমার এই উদ্যোগ যা সারা বছরব্যাপী চলমান থাকবে। তিনি ডেঙ্গু মুক্ত সাতক্ষীরা গড়ার এই উদ্যোগের সাথে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সাতক্ষীরার সর্বস্তরের জনগণকে সাথে চান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় বাংলাদেশ যেভাবে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে সেভাবেই ডেঙ্গু নির্মূলে সকলে মিলে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে যে যার অবস্থান থেকে সর্বোচ্চ কাজ করতে হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com