প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৪, ৮:২৫ পি.এম
বেনাপোলে ২৯ বোতল মদ সহ ১ জন আটক
আঃ জলিল।।
যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৯ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ সদস্যরা।
আটককৃত আসামী হলেন, বেনাপোল পোর্টথানার বড় আঁচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে আশানুর রহমান (২৫)।
সোমবার (১৮ মার্চ) ভোরে ডিবি পুলিশ জানান, বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল থানাধীন ছোট আঁচড়া গ্রামস্থ বেনাপোল টু পুটখালী গামী চারা বটতলার তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হইতে ২৯ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জব্দকৃত মদের মূল্য অনুমান ৮৭,০০০ টাকা। যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com