হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অভি সরকার (৪) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছের। সে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের বিমল কৃষ্ণ সরকারের পুত্র।
সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১০ টা শিশু অভি সরকার তার বড় ভাই প্রশান্ত কুমার সরকারের সাথে পাশ্ববর্তী বাথুয়াডাঙ্গা মোড়ের মুদি দোকানে আসে। এসময় অভি সরকার হঠাৎ রাস্তা পার হওয়ার সময় চাম্পাফুল থেকে ছেড়ে আসা ইঞ্জিনভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা অভিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘাতক ইঞ্জিন ভ্যানটির চালকের নাম মোহাম্মদ খোকন (৩৫)। সে উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের মৃত রহমতউল্লাহর পুত্র।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুর পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com