প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৪, ৯:০২ পি.এম
দেবহাটায় পানিতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল শিশুর
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পানিতে ঝাঁপ দিয়ে খেলা করার সময় নূর নবী (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু চরশ্রীপুর শরিফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী নুর হোসেন জানান, রবিবার (২৪ মার্চ) দুপুরে কয়েকজন শিশু গোসলের সময় গোপাখালি ব্রীজের উপর থেকে খালের পানিতে ঝাঁপ দেওয়া খেলা করছিল। এসময় বন্ধুদের সাথে নূর নবী ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়লে দীর্ঘ সময় পার হওয়ার পরও তার খোঁজ মেলেনি। পরে স্থানীয়রা খোঁজা খুঁজির পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, বন্ধু ব্রিকস সংলগ্ন খালের ব্রিজের উপর থেকে কয়েকজন শিশু পানিতে লাফালাফি খেলার সময় একটি শিশু পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততসময় সে পানিতে ডুবে মারা যায়।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হওয়ার খবর জেনেছি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com