প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৩:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৪, ২:০৫ পি.এম
পবিপ্রবিতে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের ইফতার ও দোয়া অনুষ্ঠান
তাসলিমা আক্তার , পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মার্চ) বিকেল ৫টা ৩০ মিনিটে পবিপ্রবির কৃষি অনুষদের অডিটরিয়াম কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোঃ ইফতেখারুল আলম ও ফিসারিজ অনুষদের সহযোগী অধ্যাপক সুপ্রকাশ চাকমা।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী ফারজানা আক্তার আশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের তানজিদ জিসান। পবিত্র কুরআন তেলাওয়াত এবং দোয়া ও মোনাজাত পরিচালনা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী আব্দুল হাই ফাহিম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com