প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৪, ৬:৩৬ পি.এম
দেবহাটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে সভা
সুজন ঘোষ,দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ার ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম শাখওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ। এতে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আশার আলো সংস্থার স্বাস্থ্যকর্মী মোঃ রবিউল ইসলাম, আল আমিন হোসেন, রবিউল ইসলাম, ফজলুল হক, মাধবী মন্ডল, রিক্তা পারভিন, রাকিবা খাতুন, অপর্ণা রায়, শেফালি পারভিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আশার আলোর প্রজেক্ট অফিসার শেখ ইকবাল হোসেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312