প্রত্যাশা
মূল্য দিয়ে জেনেছি তোমাকে
মূল্য দিতে দিতে পুরো জীবনটা দিয়ে শোধ করলাম
হাপিত্যেশে শরিক সবাই
কেউ কেউ আত্মপ্রসাদ লাভে মশগুল
বোকা বলে ভর্ৎসনা করে অন্যরা
কিন্তু আমি জানি সামান্য সময়ে
অসামান্য হয়ে ভেতরের কেউ-একজন
সসম্মান অভ্যর্থনায় আমাকে বরণ করেছে
বন্ধুকের সমুখে দাঁড়িয়ে যাকে বাঁচিয়েছি সে তো তুমি
সংক্ষিপ্ত সফর শেষে তুমিও আসবে এখানেইÑ
অনন্ত আনন্দলোকে
এই আমার অপেক্ষা।
প্রাসঙ্গিক
বাধা দিলে বাঁধবে লড়াই
এইকথা মেনে এবং জেনেই কেউ কেউ বাধা দেয়
সমানে সমান খেলোয়াড়ের মজমায় দৌড়ায় অথবা হাঁটে
অথবা নিবিষ্ট মনে বসে থাকেন দাবার ছকে
তুখোড় প্রতিপক্ষের হাতে নিজেকে তুলে দিলেই
ওজন মাপার যন্ত্র মনোযোগ দিয়ে কর্তব্য পালন করে
যুদ্ধ করে জিতে যাওয়াÑতারচেয়ে বেশি অবতীর্ণ হওয়া
শেষমেশ অস্তিত্বের সঙ্গে যুদ্ধ
ভেতর গহিন থেকে বাধা আসে
যত বাধা তত নিষ্ঠা
জিতে গেলেই বিজয়ী পুরুষ
প্রবৃত্তিরা হাঁটুগেড়ে বসে থাকেÑপুরস্কার স্তম্ভে এক নম্বরে
দাঁড়ান যিনি তিনিই পরিপূর্ণ আরাধ্য মানুষ।
প্রতিবন্ধক
তোমরা আমাকে বাধা দিয়েছিলে
আমি একটি নদী নিয়ে দৌড়াচ্ছিলাম
কাঁখের কলসে একটি নদীর ঘাপটিমেরে পড়ে থাকা
কলস ফুটো হলেই সর্বনাশÑনদীটা বিলীন হয়ে যাবে ক্ষণিকেই
এভাবে কিছুই ধরে রাখা যায় না, ধরে রাখা যায়নিÑ
অর্জিত মানসম্মান হানি হতে তেমন কী আর লাগে!
জনসমূদ্রে জনসমক্ষে ঢলাঢলিÑবেলেল্লাপনা
ভাসমান জাহাজের ফুটো করে দেওয়া তলা
ভদ্রবেশী আমলায় দুর্নীতির দায়Ñসরকারি কোষাগারের লোপাট
খরস্রোতা প্রমত্তা নদীর ওপর কঠিন বাঁধ
কিনারে বাড়ি-খাওয়া পলিÑপথ হারিয়ে বেঘোরে আহাজারি
বাধাপ্রাপ্ত শৈশবে হারিয়ে যাওয়া খেই
বাধা পেতে পেতে একদিন
অপ্রত্যাশিত কণ্টকগৃহ
মানুষ বানাতে ব্যর্থ শ্রমিকের এরচেয়ে প্রাপ্য বেশি কিছু নেই
আকাশের ছাদের নিচে দিগন্ত ব্যাপে আড়াল আবডাল
বাধাপ্রাপ্ত প্রকৃতির চরিত্রে স্বাভাবিক গতি নেই আছে বেসামাল।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com