সাতক্ষীরা প্রতিনিধিঃ কালিগঞ্জে ছাত্রের কুকীর্তির অভিযোগে বেত্রাঘাতকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারসহ নানান ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে।
তথ্যানুসন্ধানে জানাগেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধু সূদনপুর গ্রামের আল আমিন মোড়লের ছেলে পারভেজ ঐ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। সম্প্রতি সে এক ছাত্রীকে স্কুলের ক্লাসরুমে দরজা আটকিয়ে আপত্তিকর অবস্থার সৃষ্টি করে। এ ঘটনাটি স্কুলের লাইব্রেরিয়ান একই ইউনিয়নের বন্দকাটি গ্রামের শওকত আলীর ছেলে হাবিবুর রহমান দেখতে পেয়ে এহেন পরিস্থিতি দেখে ছাত্রীতে বাহির করে দিয়ে ঐ ছাত্রকে বেত্রাঘাত করে এযাত্রায় মাপ করে দেয়। কিন্তু এই বেত্রাঘাত কে পূজি করে কিছু অসাধু ব্যাক্তি ঘোলা পানিতে মাছ শিকার করছে এবং ১৯৭৩ সালের স্থাপিত ঐতিহ্যবাহি চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয় এর অর্জিত সন্মান ক্ষুন্ন করতে হীন চক্রান্ত চালিয়ে আসছে। এছাড়া কয়েকটি অনলাইন পোর্টালে " কালীগঞ্জে লাইব্রেরিয়ান কর্তৃক ১ স্কুল ছাত্রকে পিটিয়ে যখমের অভিযোগ" শিরোনামে মিথ্যা ও হয়রানীকর সংবাদ প্রকাশ করে অপ প্রচার চালাচ্ছে বলে উল্টো অভিযোগ করে স্কুলের প্রধান শিক্ষক ডিএম মমতাজ উদ্দীন জানান, একজন ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানের ইজ্জত সন্মান ভুলন্ঠিত করে অপরাধ করবে আর শিক্ষক হয়ে একটু শাসন করলে শিক্ষককে অপদস্ত করা হবে এ কোন সমাজে বসবাস করছি আমরা। বিষয়টি আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েছি এবং ছাত্র শিক্ষকের এ বিষয়টি নিয়ে একটি চক্র ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্ত ছাত্র পারভেজের পিতা আল আমিন জানান, তার ছেলেকে মিথ্যা অভিযোগে শাসন করা হয়েছে, আমি এর বিচার চাই।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com