স্টাফ রিপোর্টারঃ নির্মানাধীন ইমারত সমূহের সামনের রাস্তা/ফুটপাত দখল করে রাখা নির্মান সামগ্রী অপসারণ ও নিরপত্তা বেষ্টনী নিশ্চিতকরণে কঠোর তৎপরতায় রাজউক।
উক্ত তৎপরতার অংশ হিসেবে রাজউকের সাবজোন-৫/২ এর আওতাধীন কামরাঙ্গিরচর, ঝাউচর, ধানমন্ডি রিভারভিউ, আরশিনগর, ঘাটারচর, আটিবাজার প্রভৃতি এলাকায় ২৯ মার্চ শুক্রবার এবং ৩০ মার্চ শনিবার ২ দিন সারাদিনব্যাপি (সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত) চলে এ কার্যক্রম। অথরাইজড অফিসার সাঈদা ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সাবজোন -৫/২ এর কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রম পরিচালনাকারী টিম জানান, রাজধানী এবং তার আশেপাশের বিভিন্ন এলাকায় নির্মানাধীন ইমারতের সামনের রাস্তা/ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রেখে নির্মাণ কাজ পরিচালনা করার ফলে জনগনের চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং একই সাথে নির্মাণ সামগ্রী বাতাসে উড়ে বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সাম্প্রতিক নির্মাণ সাইটে নিরাপত্তা নিশ্চিতকরণে মালিকপক্ষ/ভবন নির্মাণকারীদের অবহেলার কারণে প্রায়শই ছোট-খাটো কিংবা প্রাণহানীর মত দুর্ঘটনা ঘটছে। এ কারণে জনগনের চলাচলের স্থান বাধামুক্ত রাখতে ও বায়ু দূষণ মুক্ত রাজধানী গড়তে এবং নির্মাণ সাইটে নিরাপত্তা নিশ্চতকরণে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এই জনসচেতনতামূলক কার্যক্রম যা অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com