স্টাফ রিপোর্টার: গত ৩১/০৩/২০২৪ তারিখ সিআইডি সদর দপ্তর ঢাকায় সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে বিশেষ পুলিশ সুপার জনাব মোঃ শাহরিয়ার রহমান এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ব্যাচমেট ও অন্যান্য সহকর্মীগণ তার বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারন করেন। এ সময় বিশেষ পুলিশ সুপার জনাব মোঃ শাহরিয়ার রহমানকে শুভেচছা স্মারক ও ফুলেল শুভেচছা প্রদান করা হয়। মেধাবী এই কর্মকর্তা কুড়িগ্রাম জেলায় ০১/০৪/১৯৬৫ সালে জন্ম গ্রহণ করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে ভূগোল বিভাগ থেকে এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১৫/১১/১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এবং ১১/০৮/২০০৪ সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে ও ২৪/১১/২০০৬ সালে পুলিশ সুপার পদে পদন্নোতি লাভ করেন। দীর্ঘ কর্ম জীবনে তিনি সহকারী পুলিশ সুপার (সার্কেল অফিসার) জামালপুর, নীলফামারী জেলায়, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে চাঁপাইনবাবগঞ্জ, র্যাব, ডিএমপি, পুলিশ সুপার ঝিনাইদহ জেলা, শরীয়তপুর জেলা, পঞ্চগড় জেলা, ডিএমপি এবং ০১/০৩/২০১৩ তারিখ হতে সিআইডিতে কর্মরত থেকে জনসাধারণকে সেবা প্রদান করেছেন। অত্যন্ত সৎ, পেশাদার ও দক্ষ এই কর্মকর্তার আজকের দিনটি ছিল শেষ কর্মদিবস। তার শেষ কর্মদিবসে উপস্থিত সকল কর্মকর্তা ও সহকর্মীবৃন্দ তার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১। জনাব মোঃ মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) অতিরিক্ত আইজি (গ্রেড-১), স্পেশাল ব্রাঞ্চ, ২। জনাব ওয়াই এম বেলালুর রহমান, বিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ৩। জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত আইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ৪। জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, অতিরিক্ত আইজি, রেলওয়ে পুলিশ, ৫। জনাব খন্দকার লুৎফুল কবির, বিপিএম, পিপিএম, অতিরিক্ত আইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ৬। জনাব মোহাঃ আব্দুল আলীম মাহমুদ, বিপিএম, অতিরিক্ত আইজি, নৌ-পুলিশ, ৭। জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত আইজি, পুলিশ একাডেমী, সারদা, ৮। জনাব মোঃ তওফিক মাহবুব চৌধুরী, অতিরিক্ত আইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ৯। জনাব মোঃ শাহাবুদ্দিন খাঁন বিপিএম (বার), অতিরিক্ত আইজি, হাইওয়ে পুলিশ, ১০। জনাব কুসুম দেওয়ান, অতিরিক্ত আইজি, সিআইডিসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।