হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জের পিএফজি গ্রুপের তিনদিন ব্যাপী বেসিক প্রশিক্ষণ কর্মশালা আর আর এফ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। একটি উদার, অসস্প্রদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত মানিবক সমাজ ও রাষ্ট্র বিনির্মানের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনের প্রচেষ্টাকে উৎসাহিত করার প্রক্রিয়ায় কালিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) সক্ষমতা বৃদ্ধির লক্ষে ৩ দিনের আবাসিক প্রশিক্ষণ দি-হাঙ্গার প্রজেক্ট -বাংলাদেশ এর এম আই পিএস (মিপস) প্রকল্পের আওতায়( ৩০, ৩১ মার্চ ও ১লা এপ্রিল) যশোর আর আরএফ সেন্টারে সোমবার (১ এপ্রিল) দুপুরে শেষ হয়েছে। রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত বিরোধ, সংঘাত, সহিংসতা নিরসন প্রক্রিয়াকে এই প্রশিক্ষণে প্রাধান্য দেয়া হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কালিগঞ্জ পিএফজি'র সমন্বয়ক সুকুমার দাশ বাচ্চু, অ্যাম্বাসেডর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপি'র সদস্য সচিব ডা: শেখ শফিকুল ইসলাম বাবু, অ্যাম্বাসেডর ও ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন এবং অ্যাম্বাসেডর ইউপি সদস্য মাহফুজা খানম এবং পিএফজি গ্রুপের নির্বাহী সদস্য শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, এম, হাফিজুর রহমান শিমুল, এস.এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কনিকা সরকার, শান্তি গোপাল চক্রবর্তী, ইলাদেবী মল্লিক, শেখ আব্দুল করিম, আশেক মেহেদী, লাইলী পারভীন, দিপালী রানী ঘোষ, মোস্তাফা আক্তারুজ্জামান পল্টু, নয়ন কুমার দাশ, মিলন কুমার ঘোষ, শেখ খায়রুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, ডা: শেখ শরিফুল ইসলাম, ঝুমুর আক্তার, মহিবুল্লাহ, নিশিতা ঘোষ, পিয়াংকা বিশ্বাস, মনিমালা গায়েন। প্রশিক্ষণে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক এবং সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসাবে ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক সুখময় পাল, প্রশিক্ষক তনুজা কামাল, প্রশিক্ষক উত্তম কুমার সরকার ও এরিয়া কো- অরডিনেটর এস. এম রাজু জবেদ এবং প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপি এস প্রকল্পের ফিল্ড কো- অর্ডিনেটর মোঃ আবু তাহের। প্রশিক্ষণে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গীকারা বদ্ধভাবে কাজ করতে যে সকল বিষয়সমূহ আলোচনা করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সুষ্টু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি, দ্বন্দ ও সহিংসতা নিরসন, নারীদের ক্ষমতায়ন এবং অধিকার বাস্তবায়ন। এছাড়া রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির উদ্যোগে ত্রৈমাসিক পরিকল্পনা গ্রহণ করা হয়। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পিএফজি গ্রুপ শান্তি রক্ষাসহ সকল কর্মকাণ্ডে নিয়োজিত থেকে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com