বই:
কবি ও কথাসাহিত্যিক আরিফ মঈনুদ্দীন - এর কাব্যগ্রন্থ 'একজন কবি হেঁটে যাচ্ছেন প্রধানমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে'
প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত থাকছে। উক্ত বইয়ের রিভিউ দিতে পারবেন।
লিখিত:
আপনার পঠিত 'একজন কবি হেঁটে যাচ্ছেন প্রধানমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে' কাব্যগ্রন্থের রিভিউ দিতে পারবেন ৩৫০-৪০০ শব্দের মধ্যে।
সময়সীমা:
১। রিভিউ জমা দিতে হবে ১৮ এপ্রিল হতে ৫ মে ২০২৪ তারিখের মধ্যে।
২। মে মাসের দ্বিতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
পুরস্কার:
সেরা ৩ জন বিজয়ী পাবেন জলপড়ে ডট কম এর সৌজন্যে মহামূল্যবান বই।
এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই পাচ্ছেন টি-শার্ট ও বই উপহার
নিয়মাবলী:
১। লেখার শুরুতে নিচের হ্যাশ ট্যাগটি ব্যবহার করতে হবে।
#jolpore.com
#জলপড়ে ডট কম
#অনলাইন_বুক_রিভিউ_প্রতিযোগিতা
২। রিভিউ লেখার ক্ষেত্রে আলাদা শিরোনাম ব্যবহার করতে হবে।
৩। রিভিউ পোস্ট করতে হবে jolpore.com এর ফেসবুক পেজে।
৪। পেজে করা পোস্টটি অংশগ্রহণকারী ফেসবুক আইডির টাইমলাইনে পাবলিক পোস্টে শেয়ার করতে হবে।
৫। রিভিউ লেখা পাঠাতে হবে ইমেইল: jolpore.com@gmail.com।
বিচারপ্রক্রিয়া:
১। সর্বোচ্চ লাইক কমেন্টের ভিত্তিতে দুইজন বিজয়ী নির্ধারিত হবেন।
২। লেখার মান বিবেচনায় তিনজন বিজয়ী বিচারক প্যানেল নির্বাচন করবেন।
৩। লেখার ক্ষেত্রে শব্দচয়ন, বিষয় বিশ্লেষণ, নিরীক্ষণ এবং উপস্থাপনা দেখা হবে।
যোগাযোগ-
মাহবুব সেতু
সিইও ও প্রতিষ্ঠাতা
jolpore.com
বি: দ্র:
যেকোন নিয়ম পরিবর্তন বা সংযোজন কিংবা বিয়োজন ক্যাম্পাস লিটারেচার করতে পারবে।
যেকোন প্রশ্ন বা পরামর্শের জন্য কমেন্ট করুন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com