হাফিজুর রহমান শিমুলঃ প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে ও প্রাণী সম্পদ অফিস ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি প্রাণি সম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী ও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী ২০২৪ উদ্বোধন হয়েছে। খাবারের আকাশ তুমি ধানের কারণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময়ে বক্তব্যে তিনি বলেন দেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অভিপ্রায়ে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি শ্যামনগর ও কালিগঞ্জের ৮টি ইউনিয়নকে সাজাতে চাই মডেল হিসেবে। জনগনের কল্যাণে আমি নিজেকে বিলিয়ে দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী প্রাণীসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। বঙ্গবন্ধু বলেছিলেন আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট ও মাছ, আছে আমার লাইভস্টক। অনুষ্ঠানে উপস্থিত খামারীদের উদ্যেশে তিনি বলেন শিক্ষিত বেকার যুবকদের আত্মবলে বলিয়ান হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সরকার আপনার পাশেই আছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার দে। প্রদর্শনীতে ডেইরি গাভী, বগ্না, বাছুর, মহিষ, ঘোড়া, স্মল ছাগল, ভেড়া, দুম্বা, গারো তুর্কি, মুরগি, সোনালী, ফাওমি, দেশি লেয়ার, বয়লার, টিটি পাখি, কবুতর, কুকুর বিড়ালসহ বিভিন্ন প্রাণী দুগ্ধজাত মিষ্টি জাতীয় প্রদর্শনীতে উপস্থিত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সহ সভাপতি বাবলা আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মদ উল্লাহ বাচ্চু, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি এসএম জাকির হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধী ব্যক্তিরা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com