স্টাফ রিপোর্টারঃ শুদ্ধ নৃত্যশিল্পী তৈরির প্রয়াসে, আমাদের দেশের তিন জন নৃত্য পথিকৃৎ নৃত্য গুরু "বুলবুল চৌধুরী, জি. এ. মান্নান ও গওহর জামিল" এর নৃত্যের ধারাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য "নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ" আয়োজন করেছে চার দিন ব্যাপী এক অভিনব নৃত্য কর্মশালার।
গতকাল ২১ এপ্রিল দুপুর ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমি, দোয়েল চত্বর, ঢাকায় শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হলো এবং ২৫ এপ্রিল সমাপ্ত হবে।
এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন নৃত্যগুরু দীপা খন্দকার, নৃত্যগুরু বেলায়েত হোসেন খান, নৃত্যগুরু কবিরুল ইসলাম রতন এবং নৃত্যগুরু সোহেল রহমান।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লুবনা মারিয়াম, সহ-সভাপতি, নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ। আরো উপস্থিত থাকবেন নৃত্যশিল্পী নিলুফার ওয়াহিদ পাঁপড়ি, ইমদাদুল হক খোকন, সাদিয়া ইসলাম মৌ, ইয়াসমিন তাজরীন জাহান তারিন, বিজরী বরকত উল্লাহ, ফারহানা খান তান্না, নাঈম হাসান সুজা, শামীমা ইসলাম তুষ্টি, নেহরিন মোস্তফা দিশি, সাব্বির আহমেদ খান বিজু, সৈয়দা শায়লা শায়লা আহমেদ লিমা, অপি করিম, নাদিয়া আহমেদ, রিচি সোলায়মান, মেহবুবা মাহনূর চাঁদনী, রুহানি সালসাবিল, বহ্নি দাস নিশু, অর্থী আহমেদ, আতাউর রহমান মোহন, আশরাফ রাহি, ইমন চৌধুরী প্রমুখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com