কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জের পল্লীতে প্রবাসীর জমি থেকে বিভিন্ন প্রজাতির বৃক্ষ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার ধলবাড়িয়া গ্রামে ঘটেছে। বিষয়টি ঘীরে সংশ্লিষ্ট এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীর শাশুড়ী জাহানারা আহমেদ।
অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা গেছে, উপজেলার ধলবাড়িয়া রামচন্দ্রপুর মৌজায় ২৬৩ খতিয়ানে ৫৯৭, ৫৭৮ ও ৫৮২ দাগে ২৩০০ শতক জমি আমেরিকা প্রবাসী আশরাফুল আলমের স্ত্রী শামিমা আলমের নামীয় ও দীর্ঘদিনের দখলীয়। মালিক প্রবাসে থাকায় উক্ত সম্পত্তি দেখাশোনা করেণ শাশুড়ী জাহানারা আহমেদ। কিন্তু তিনি গত ৩ এপ্রিল-২৪ তারিখে ঢাকায় অবস্থানরত ছোট ছেলে আমিনুর রহমান বকুলের সাথে ওমরা পালনের জন্য বাড়ি থেকে চলে যান। এ সুযোগে একই গ্রামের মৃত আমির আলী তরফদারের ছেলে পরসম্পদ লোভী বুলবুল ইসলাম তরফদার ঐ জমি থেকে ২০/২৫ বছর বয়সী ফলজ, বনজ প্রায় ১৭ টি গাছ কেটে সাবাড় করে দিয়ে বিক্রিত সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন। প্রখর তাবদাহে সরকারসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন যেখানে বৃক্ষ রোপন অভিযানে নেমে পড়েছেন ঠিক সেই সময়ে বৃক্ষ নিধনের ঘটনা ব্যাপক সমালোচিত হয়েছেন বুলবুল ইসলাম তরফদার। বয়বৃদ্ধা জাহানারা আহমেদ এ প্রতিনিধিকে জানান, গত ২১ এপ্রিল-২৪ তারিখে পবিত্র ওমরাহ পালন শেষে বাড়িতে ফিরে দেখতে পাই সবুজ বনায়নে ভরা বৌমার জমি থেকে পূর্ব পরিকল্পিত ভাবে ষড়যন্ত্রমূলক বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করে দিয়েছে। আমি বিচার চাই, পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com