হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকায় প্রেরণকালে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৪শ’ কেজি আম জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী। শনিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের বালিয়াডাঙ্গা বাজার সংলগ্নে মৃত মুনসুর আলী গাজীর ছেলে আজিজুল ইসলাম গাজীর প্রতিষ্ঠান থেকে বিশেষ কায়দায় ক্যারেটে ভর্তি রাসায়নিক দ্রব্য মিশ্রিত ৪শ’ কেজি অপরিপক্ব গোবিন্দভোগ আম জব্দ করা হয়। পরে তা জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। এমনিভাবে অভিযান পরিচালনা করে সাতক্ষীরা আমের সুনাম বিশ্ব বাজারে সমুন্নত রাখতে হবে এই প্রত্যয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী বলেন বিভিন্ন প্রকার আম বাজারজাতকরণের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু নির্দিষ্ট সময়ের পূর্বে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা লাভের আশায় রাসায়নিকে আম পাকিয়ে তা বিক্রি শুরু করেছেন ও ঢাকাসহ বিভিন্ন শহরে পাঠাচ্ছেন এই আম। রাসায়নিক দ্রব্য ব্যবহার করা আম বাইরে থেকে পাকা মনে হলেও আসলে সেগুলো অপরিপক্ব ও কাষতির। এই আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর উলেখ করে তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ি অসাধু আম ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন, থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com