প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৪, ৩:০০ পি.এম
উপজেলা পরিষদ নির্বাচন, দেশের মানুষের ও রাজনৈতিক দলসহ সবার চাওয়া একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও পক্ষপাতহীন, নির্বাচন কমিশনার
পিরোজপুর প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব.) বলেছেন, সারাদেশের মানুষ ও রাজনৈতিক দলসহ সবার চাওয়া একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও পক্ষপাতহীন নির্বাচন। নির্বাচন কমিশন চায় দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরপেক্ষতা ও ঐক্যান্তিকতা এবং পূর্ণদক্ষতার সাথে যার যার দায়িত্ব আইন সঙ্গতভাবে পালন করবেন। অন্যথায় নির্বাচন কমিশন নির্বাচনে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তিনি শনিবার (২৭ এপ্রিল) বিকালে পিরোজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন ।
এ সময় তিনি আরও বলেন, পিরোজপুর জেলায় সাতটি উপজেলায় তিন ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে ইভিএমএ ভোট গ্রহণ করা হবে। ইভিএমএ ভোট গ্রহণ অবশ্যই জালভোট মুক্ত হবে। ভোটাররা যাতে সঠিকভাবে ইভিএমএ ভোট দিতে পারে সে উদ্দেশ্যে ভোটের আগেই ভোটারদের এ বিষয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এ সময় তিনি সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তরে বলেন, যেকোন মূল্যে ভোটে আইন শৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্টদের কমিশন নির্দেশ দিয়েছে। অতীতে যেকোন নির্বাচনের চেয়ে উপজেলা পরিষদ নির্বাচন যাতে ভালো হয়, গ্রহণযোগ্য হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রার্থীদের সাথে পৃথক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনী বিধি লংঘন করে অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প, বিলবোর্ড ইত্যাদি অপসারণ করতে প্রার্থীদের অনুরোধ করেছেন। প্রার্থীরা এ ব্যাপারে কাজ করতে তাঁকে আশ্বস্ত করেছেন। নির্বাচন সুষ্ঠু করতে আন্তরিক প্রচেষ্টা গ্রহণ করা হবে। গ্রহণযোগ্য নির্বাচনের বিষয় কমিশন আশাবাদী।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বরিশালের ডিআইজি মোঃ জামিল হাসান, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, র্যাব-৮’র সিও লে. কর্ণেল মোঃ জুবায়ের, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, পিরোজপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com