পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪ উপলক্ষে কর্মশালা ও আলোচনা সভা আয়োজিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে শুক্রবার (৩ এপ্রিল) বেলা ৩ টায় পবিপ্রবির টিএসসি কনফারেন্স রুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ শাহিনের সভাপতিত্বে ও পবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় এ আয়োজনে প্রধান পৃষ্ঠপোষকতায় থাকেন পবিপ্রবির উপাচার্য ও পবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন পবিপ্রবির কোষাধক্ষ্য অধ্যাপক মোহাম্মদ আলী।
উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমরান হোসেন ও চ্যানেল 24 এর জয়েন্ট নিউজ এডিটর ও অনলাইন ইনচার্জ খন্দকার মোঃ মাজহারুল হক। এসময় গযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ইমরান হোসেন তার আলোচনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংবাদ প্রকাশের স্বাধীনতা ও তাদের সংবাদের প্রকাশের বিস্তৃতি তুলে ধরেন। অতঃপর চ্যানেল 24 এর খন্দকার মোঃ মাজহারুল হক ডিজিটাল সাংবাদিকতা এবং এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া সাংবাদিকতা পেশার বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে বলেন, “ক্যাম্পাস সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভালো দিক ও গবেষণার দিক গুলো তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যায় ও দূর্নীতি কঠোর হতে হবে এবং অপপ্রচারের ব্যাপারে সতর্ক হতে হবে।”
উক্ত আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত তার বক্তব্যে সমাজ গঠনে সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতে বর্তমানে তীব্র তাপদাহে গাছ লাগানোর গুরুত্ব ও এর প্রচারের কথা বলেন। এছাড়াও তিনি ভালো সাংবাদিকের ও হলুদ সাংবাদিকের উদাহরণের মাধ্যমে সাংবাদিকদের সঠিক সংবাদের দিকে আহবান করেন।
উক্ত আয়োজনের সভাপতি নূর মোহাম্মদ শাহীন তার সমাপনী বক্তব্যে পবিপ্রবি সাংবাদিক সমিতির বিভিন্ন নীতি ও কাজ তুলে ধরেন । তিনি সকল অতিথিকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
পবিপ্রবির বিভিন্ন অনুষদের ডীন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষক বৃন্দ উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com