মাস ছয়েক আগে নিখোঁজ হন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মানসিক ভারসাম্যহীন সেলিম মিয়া (৪০)। কোথাও তার সন্ধান মিলছিল না। গত মঙ্গলবার আলোচিত মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে তাকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারের পর তার পেটে কাটা দাগ নিয়ে তৈরি হয় সন্দেহ। পরিবার সেলিমের কিডনি চুরির আশঙ্কা করলেও পরে তা সত্যি হয়নি।
শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে সেলিমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রাতে রিপোর্ট দেখে মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. হাসানুল ইসলাম আকাশ জানান, সেলিমের দুটি কিডনিই অক্ষত আছে। তবে শরীরের যে জায়গাটিতে কাটাছেঁড়ার দাগ রয়েছে, সেই জায়গা দিয়েই সাধারণত অস্ত্রোপচার করা হয়। যে কারণে মূলত সন্দেহ তৈরি হয়েছিল।
তিনি বলেন, মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে সম্ভবত শিকলে বেঁধে রাখা হয়েছিল। সে কারণে ওই স্থানে ক্ষত সৃষ্টি হয়ে থাকতে পারে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com