হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জের বসন্তপুরে হিজরী নববর্ষ উদযাপন এবং ঈদগাহ ময়দানে ৬তম হিজরী নববর্ষ ওয়াজ মাহফিল সফলের লক্ষ্যে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার বসন্তপুরে হিজরী উৎসব উদযাপন পরিষদ(হিউউপ)এর উদ্যোগে ও বসন্তপুর শাহী জামে মসজিদে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্বাস। শিক্ষক আল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বসন্তপুর শাখা আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্ব হবিবর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আজিজুল হক, আলহাজ্ব আব্দুল মহিদ, প্রভাষক আনিছুর রহমান গাইন, ইউপি সদস্য আলাউদ্দীন সোহেল, ব্যবসায়ি আলহাজ্ব হাফিজুর রহমান, মাওঃ আব্দুর রহমান, হাফেজ মাহমুদুল হাসান, গোলাম ফারুক, সাইদুর রহমান, মাষ্টার মোস্তাফিজুর রহমান মোস্তাক, শাহ আলম, তারিকুশ সারাফাত, ইফতেখার আলম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, হিজরী উৎসব উদযাপন পরিষদ নামের সংগঠনটি কালিগঞ্জ উপজেলায় সর্বপ্রথম হিজরী বা আরবী নববর্ষ পালন করে। শুধু সংগঠনের সদস্যরা না, আমরাও চাই ভাল কাজ করতে। নিশ্চয় এটি ভাল কাজ সবাই এগিয়ে এসে নববর্ষের বড় অনুষ্ঠান সফল করবো। এজন্য সংগঠনকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য উপজেলাবাসীর কাছে বক্তারা বিশেষ ভাবে অনুরোধ জানান। সভায় আগামী ১৪৪১ হিজরীর ১ মহরম বসন্তপুর শাহী জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামীক বিভিন্ন প্রতিযোগিতা এবং ১৪ মহরম সন্ধ্যায় বার্ষিক ওয়াজ মাহফিলসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বসন্তপুর শাহী জামে মসজিদের খতীব আলহাজ্ব হযরত মাওলানা মিজানুর রহমান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com