তরিকুল ইসলামঃ মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওর্য়াক ‘সংযোগ’ এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। রাজধানীর কেরাণীগঞ্জের ঘাটারচরে একটি রেস্টুরেন্ট আজ অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় দ্বিবার্ষিক কার্যক্রম পর্যালোচনাসহ ২০২৪-২৫ কার্যবর্ষের জন্য এই নির্বাহী পরিষদ গঠন করা হয়।
নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদকে সভাপতি এবং ওমেগা পয়েন্টের শ্যামল জাকারিয়াকে সাধারণ সম্পাদ করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শাহাবুদ্দিন চৌধুরী সুমন (উৎস) ঢাকা, মঞ্জুর হোসেন পিন্টু (অঙ্কুর) চট্টগ্রাম, মনোয়ারুল কাদির মাসুম (স্নেহা) রংপুর, সহ- সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহীন (ডিটিসি) সিরাজগঞ্জ, মাহবুব এ খোদা মনি (রিলেশন) জামালপুর, কামাল আহমেদ খান (বাঁধন) সুনামগঞ্জ, অর্থ সম্পাদক মনির হোসেন (পিসফুল লাইফ) ঢাকা, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক তুহিন (রেঁনেসা) রংপুর, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার (দিনের আলো) ঢাকা, প্রচার সম্পাদক হাসিবুল হোসেন মামুন (সৃষ্টি) ঢাকা, নির্বাহী সদস্য ইমামুল ইসলাম রনি (সোবার লাইফ), শামীম খান (আশ্রয়) ঢাকা, রাসিদুজ্জামান রনি (আশ্রয় নীড়) ঢাকা, আব্দুল হামীদ বাবু (আমি) ঢাকা, লুৎফর রহমান মানিক (সেইফ হোম), মোস্তাফিজুর রহমান সুমন (হলি কেয়ার) বরিশাল, মাসুম আহমেদ (নিউনীড়), দিপু মানিক (সূর্য), ঢাকা ও তুহিন তালুকদার (নিউ ফিউচার লাইফ) ঢাকা।
এছাড়া ‘সংযোগ’ এর সাবেক সভাপতি বিওয়াইএফসি কান্ট্রি ডিরেক্টর ড. পিটার হালদার, সাবেক সহ-সভাপতি শফিকুর রহমান (খোকন) ও মোঃ নজরুল ইসলামকে উপদেষ্টা মন্ডলীর সদস্য করা হয়।
বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘মাদক প্রতিরোধে শূন্য সহিষ্ণুতা নীতি’ সাথে একাত্ম হয়ে সংযোগ সদস্যগণ কাজ করছে। এছাড়া মাদকনির্ভরশীলদের চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ প্রদান করছে সংযোগ। মাদকনির্ভরশীলদের চিকিৎসা ও পুনর্বাসনে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয় সভায়।
উল্লেখ্য, মাদকনির্ভরশীল রোগীর চিকিৎসা ও পুনর্বাসনে কর্মরত প্রতিষ্ঠান ও সংগঠনের গুণগত মানউন্নয়নের লক্ষ্যে ও মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করার জন্য ২০১৫ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওর্য়াক সংযোগ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com