সংসদ আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন ও ভেতরের কক্ষ নির্দেশক ব্যবস্থা সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি সংসদ সচিবালয় কমিশনের ৩৩তম বৈঠকে জাতীয় সংসদের ভেতর-বাইরের নোংরা, আবর্জনা ও কক্ষ ব্যবস্থাপনা অবিন্যস্ত হওয়ায় হুইপ ও মন্ত্রীরা অসন্তোষ প্রকাশ করার পর প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন। ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার শিরীর শারমিন চৌধুরী
বৈঠকে সংসদ এলাকায় নোংরা-আবর্জনা নিয়ে অসন্তোষ প্রকাশের সূচনা করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তিনি বলেন, সংসদের বাইরের আঙিনায় ময়লা-আবর্জনা স্তূপ আকারে পড়ে থাকে। অব্যবহার্য জিনিসপত্র স্তূপীকৃত করে রাখা হয়। ভবনের ভেতরে পরিষ্কারের জন্য আধুনিক যন্ত্রপাতির বদলে ব্যবহার করা হয় পুরাতন ধাঁচের স্থানীয় জিনিসপত্র। সংসদ ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মকাণ্ডে আধুনিক ও ইফেক্টিভ যন্ত্রপাতি ব্যবহারে গণপূর্ত বিভাগকে নির্দেশ দেওয়া হোক। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও এ বিষয়ে কথা বলেন। সংসদ পরিচ্ছন্ন রাখতে পরিকল্পনা মন্ত্রণালয়ের দৃষ্টান্ত অনুসরণ করার পরামর্শ দেন তিনি। মন্ত্রী বলেন, সংসদ ভবনের পরিচ্ছন্নতা নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমানে পরিকল্পনা কমিশনের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা অনুসরণ করা যেতে পারে। নিয়মিত তদারকি জোরদার করে সংসদ ভবনের কক্ষগুলোর নম্বর সুবিন্যস্ত ও সহজীকরণের তাগিদ দেন তিনি। সভায় সংসদ ভবন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি ও কক্ষ ব্যবস্থাপনা সহজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রয়োজনীয় নির্দেশনা দেন। সংসদ ভবনের পরিচ্ছন্নতা নিশ্চিতকল্পে ফ্লোরমাফিক নিয়মিত কর্মীদের অর্পিত দায়িত্ব যথার্থভাবে পালনে গুরুত্বারোপ করেন স্পিকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণপূর্ত বিভাগকে সার্জেন্ট অ্যাট আর্মসের সহায়তায় কক্ষগুলোর নম্বর সুবিন্যস্ত ও সহজীকরণ এবং বিভিন্ন স্থানে প্রয়োজনীয় নির্দেশনা ফলক সংযোজন করতে বলেন। সংসদের ভেতের পরিষ্কার-পরিচ্ছন্ন করতে প্রয়োজনে আউট সোর্সিং করার পরামর্শ দেন। পাশাপাশি সংসদ ভবন পরিচ্ছন্ন কার্যক্রমে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের এবং নিয়মিত তদারকি করারও পরামর্শ দেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com