বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট 'মুক্তা চাষ প্রযুক্তি উন্নয়ন ও সম্প্রসারণ' নামে একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে। এই প্রকল্পের আওতায় দেশে প্রথমবারের মত মিঠাপানির ঝিনুকে মুক্তা উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। সমগ্র বাংলাদেশে জরিপের মাধ্যমে মুক্তা উৎপাদনে সক্ষম ৭ প্রজাতির ঝিনুক সনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৪ প্রজাতির ঝিনুক অধিক উপযোগী।
মিঠাপানির ঝিনুকে সফলভাবে কমলা, গোলাপী, ছাই ও সাদা- এই চার রঙের রাইস মুক্তা উৎপাদন করা সম্ভব হয়েছে। ২০২০ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে মুক্তাচাষীদের নিয়ে 'মুক্তা চাষ ফাউন্ডারস অ্যাসোসিয়েশন' নামে একটি সমিতি গড়ে তোলা হয়। চাষীরা এই সমিতির মাধ্যমে আড়ংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। বর্তমানে ৭ জন মুক্তাচাষী চাহিদা মোতাবেক আড়ংকে মুক্তা সরবরাহ করছে।
এসব মুক্তা থেকে আড়ং গহনা তৈরি করে তাদের নিজস্ব আউটলেটে বিক্রি করে থাকে। এ রকমেরই কয়েকটি মুক্তার গহনা বৃহস্পতিবার (১৬ মে ২০২৪) জাতীয় অর্থনৈতিক পরিষদের সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি। এ সময় মন্ত্রণালয়ের সচিব সঙ্গে ছিলেন
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com