বগুড়ায় আবারও আলুর হিমাগারে (কোল্ড স্টোর) থেকে অবৈধভাবে মজুদ করা ১ লাখ ডিম উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে ঘোড়াধাপহাট এলাকায় সাথী কোল্ড স্টোরেজ-২ এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ডিমগুলো উদ্ধার করে। অভিযান পরিচালনা করেন বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।
তিনি জানান, অভিযানে ওই কোল্ড স্টোর থেকে অবৈধভাবে মজুতকৃত এক লাখ ডিম পাওয়া যায়৷ এ অপরাধে কৃষি বিপণন আইনে কোল্ডস্টোরের ম্যানেজার আব্দুল করিমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রায় ৪০ হাজার ডিম ব্যবসায়ীদের মাধ্যমে তাদের বাজারজাত করা হয়। এ ছাড়া অবশিষ্ট ৬০ হাজার ডিম অতিদ্রুত বাজারজাত তাদের ক্রয় মূল্যে বিক্রি করার জন্য বলা হয় এবং মুচলেকা নেওয়া হয়।
অভিযানে বগুড়া সদর থানা পুলিশ ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com