ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিরোজ কবির স্বাধীনের পর এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্রী ইউ খাইন নু।
স্মাতক প্রথম বর্ষের এই শিক্ষার্থী শনিবার বিকালে মারা গেছেন নিজ জেলা কক্সবাজারে। বিশ্ববিদ্যালয়ের প্রিতিলতা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি।
ইউ খাইন নুর বাবা মংবা অং মংবা জানান, বিশ্ববিদ্যালয়ে থাকার সময়ই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তার মেয়ে। প্রথমে সাভারের এনাম মেডিকেলে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে নিজ বাড়িতে কক্সবাজার যান। বাড়ি থেকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান।
ইউ খাইন নুর বন্ধু ফার্মেসি ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রিফাত খান জানান, গত ১৭ জুলাই অসুস্থ অবস্থায় ইউ খাইন নুকে হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে পরীক্ষা নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. পিযূষ সাহা বলেন, ‘কয়েকদিন আগে উখিন ক্যাম্পাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে স্বজনেরা তাকে কক্সবাজারের বাড়িতে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।’
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীন।
চলতি বছর রাজধানীতে অস্বাভাবিক হারে ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১০ এর কোটায় বলা হলেও বিভিন্ন হাসপাতালে খোঁজ নিলে সংখ্যাটি ২৫ ছাড়িয়ে যাচ্ছে। যারা মারা গেছেন তাদের মধ্যে আছেন তিনি জন চিকিৎসকও। এদের একজন ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন।
এর মধ্যে শনিবার এক দিনেই তিন জনের মৃত্যুর খবর এসেছে। আর হাসপাতালে শয্যা পেতে রোগীদের সিরিয়াল দিয়ে রাখার খবরও পাওয়া গেছে।
বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়াও কাঁপছে ডেঙ্গু জ্বরে। ফিলিপাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুরের অবস্থা বেশি খারাপ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com