তাসলিমা আক্তার,পবিপ্রবি প্রতিনিধি।।
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তিকরন ও স্বতন্ত্র বেতন স্কেল প্রত্যাবর্তনের দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতি। আজ (রবিবার) বেলা ১১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এ সময় বক্তারা দাবি করেন, “অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন একটি বৈষম্যমূলক প্রজ্ঞাপন। এ প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে। এ প্রজ্ঞাপন জারি থাকলে ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবে না।” এসময় মানববন্ধনে তারা দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন।
পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ তার বক্তব্যে বলেন, “এ ধরনের প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অত্যন্ত অপমানজনক। এ বিষয়ে পবিপ্রবি সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সোচ্চার রেয়েছেন। কোন ভাবেই এ প্রজ্ঞাপন মেনে নেওয়া হবে না।”
এ সময় তিনি দাবি আদায়ে আগামী ২৮ মে দুই ঘন্টা কর্মবিরতি এবং ৪ জুন আধাবেলা কর্মবিরতির ঘোষণা দেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক শিক্ষকের অংশগ্রহণে অধ্যাপক ড. হেমায়েত জাহান, অধ্যাপক ড. জুয়েল হাওলাদার, অধ্যাপক ড. মামুন-উর রশিদ, অধ্যাপক ড. মোঃ নুরুল আমিন ও অধ্যাপক খাদিজা খাতুন সহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য প্রদান করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com