মৃধা ফয়সাল,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে উপকূল অঞ্চলে তার খবরে মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
এদিকে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে কুয়াকাটার দেড়শ হোটেল-মোটেলগুলোতে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে।জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার ও ৩৫টি মুজিব কেল্লার সাথে কুয়াকাটার সকল আবাসিক হোটেল-মোটেল আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিনকে জানান,রেমাল মোকাবেলায় অন্য আশ্রয়কেন্দ্র গুলোর মত কুয়াকাটায় প্রায় দেড়শ হোটেল-মোটেল আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
এছাড়াও কুয়াকাটা ও এর আশপাশের এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতেই হোটেলগুলো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন মানুষ সেখানে আশ্রয়ের জন্য উঠেনি। তবে প্রয়োজন হলে সেখানে মানুষ আশ্রয়গ্রহণ করবে।
এদিকে, রাত থেকেই উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং গুড়িগুড়ি বৃষ্টি পর্যায়ক্রমে পড়ছে।থেমে থেমে দমকা হাওয়ার সাথে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে সিডরের আশংকার মতো।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com