প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৪, ৮:০৯ পি.এম
ইবিতে আন্ত:হল ক্রিকেট ট্যুর্নামেন্টে সাদ্দাম হলকে হারিয়ে ফাইনালে শেখ রাসেল হল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্ত:হল ক্রিকেট ট্যুর্নামেন্টে সাদ্দাম হোসেন হলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল হল। রবিবার (০২ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত সেমি ফাইনাল ম্যাচে সাদ্দাম হলকে ৮ উইকেটে হারিয়েছে শেখ রাসেল হল।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ অভারের খেলায় ৯ উইকেটে ৪৪ রান সংগ্রহ করে সাদ্দাম হোসেন হল। রানের জবাবে ব্যাট করতে নেম ৫ অভারে ৮ উইকেটে সহজ জয় তুলে নেয় শেখ রাসেল হল।
শেখ রাসেল টিমের খেলোয়াড় ইমরান হোসেন বলেন, 'খেলা যেমনই হোক, আমরা প্রতিপক্ষকে কখনো সহজ ভাবে নিইনি, তার ফলশ্রুতিতে ফলাফল আমাদের পক্ষে এসেছে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া এবং আমরা পুরোদমে প্রস্তুত।
এ বিষয়ে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুর্শিদ আলম বলেন, 'শেখ রাসেল হল গতবারের আন্ত:হল ক্রিকেট ট্যুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছে, তারই ধারাবাহিকতায় এবারও আমাদের খেলোয়াড়রা দারুণ খেলে ফাইনাল নিশ্চিত করেছে। ছেলেরা অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সবাই পরিশ্রম করছে, টিম হয়ে খেলছে। আমাদের এখন মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। ইনশাআল্লাহ আমাদের ছেলেরা লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে।'
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com