(ঢাকা, রবিবার, ২ জুন, ২০২৪) পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ, এমপি বলেছেন, দেশের আপামর জনগণের- বিশেষত গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোলমডেল।
আজ (০২ জুন) সন্ধ্যায় ব্রাক সিডিএম, সাভারে গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) আয়োজিত 'গ্লোবাল ফোরসাইট ফর ফুড' শীর্ষক এক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এমন এক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে ভূমিধস বিজয়ের পর কাকালীয়ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। আমি সত্যিই ভাগ্যবান যে, বঙ্গবন্ধু যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ৭০% পল্লি জনগণের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতে আমিও আমার সর্বস্ব নিংড়ে দিতে চাই এখানে। এভাবেই সবাই মিলে ২০৪১ সালের আগেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।
ওয়াদুদ এসময় আরো যোগ করে তাঁর বক্তব্যে বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণ করার বিষয়টি অত্যন্ত জরুরি। এজন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। বাজেটেও এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। তিনি বলেন, সকলের সমবেত চেষ্টায় আমাদের আগামীর প্রজন্মের জন্য বিশ্বব্যাপী কাজ করে একটি সুন্দর পৃথিবী নিশ্চিত করতে হবে। এভাবেই বাংলাদেশের নাম বিশ্বের বুকে স্বর্ণাক্ষরে লেখা হবে বলেই আমার বিশ্বাস।
এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব (এসডিজি) মোঃ মনিরুল ইসলাম এবং গেইনের কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার বক্তব্য দেন। কর্মশালায় বিভিন্ন দেশ ও সংস্থার প্রায় ৮০ জন প্রতিনিধি ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com