প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০১৯, ১:৪৪ পি.এম
শোক সংবাদ
ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের স্বনামধন্য ধর্মীয় শিক্ষক পরম শ্রদ্ধেয় আব্দুল মোমিন স্যার আজ সকাল ১০.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। আজ বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।স্যারের জন্মস্থান যশোর জেলার মনিরামপুর। সারা জীবন শিক্ষকতা করেছেন নলতা হাইস্কুলে। চার দশকের বেশি সময় ধরে তিনি নলতা শরীফেই বসবাস করেছেন, হয়ে উঠৈছিলেন নলতা শরীফের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিতে। তিনি আহ্ছানিয়া মিশনের কার্যক্রমের সাথে
সরাসরি সম্পৃক্ত ছিলেন।
স্যার ছিলেন মায়ার স্যার; ক্লাসরুমে কিংবা ক্লাসরুমের বাইরে। সবাই তুই করে ডাকতেন- সেই 'তুই' ডাকে মধু ছিল, ছিল আপন আপন সুর। যশোরের আঞ্চলিক ভাষায় টেনে টেনে কথা বলতেন। তাঁর ধর্মীয় ক্লাসগুলো ছিল সঠিক আরবী উচ্চারণের কোলাহল। হাতে একটা বেত থাকতো, সে বেত সচারচার কারো পিঠে পড়তো না। শশ্রুমন্ডিত স্যারের চোহারায় একটা সুফী ভাব ছিল।
আল্লাহ স্যারকে জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন করুন। আমীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com